ময়মনসিংহ গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজিম উদ্দীন তালুকদার গত শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ইং ভোর ৫ টা ১৫ মিনিটে ময়মনসিংহ নিজ বাসায় মৃত্যু বরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি একজন সফল ব্যবসায়ী ও পরোপকারী পরহেজগার মানুষ ছিলেন।

তিনি ব্যক্তি জীবনে নিরহংকার ও সাধাসিধে জীবন যাপনে অভ্যস্ত
ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন,মরহুমের ছোট ছেলে যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, আমার বাবার মত সৎ ও পরোপকারী মানুষ দেখি নাই।তিনি কখনো অন্যের হক আমানত নষ্ট বা খেয়ানত করেন নাই,জীবদ্দশায় আমাদেরকেও তা শিখিয়ে গেছেন।
বলেছেন একটি টাকাও যেন অবৈধভাবে উপার্জন না করি। হঠাৎ করে আমাদের বাবা এভাবে চলে যাবে ভাবতেও পারি নাই।

উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ময়মনসিংহ উত্তর জেলা
বি এন পির প্রভাবশালী সদস্য সাবেক গৌরীপুর উপজেলা বি এন পির আহ্বায়ক এবং সাবেক গৌরীপুর উপজেলার চেয়ারম্যান আহামেদ তায়েবুর রহমান হিরণ।

শোকবার্তায় তিনি বলেন,জন্ম যার আছে মৃত্যু তার হবে। তবে প্রত্যেকটি মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। যে আপন জন হারায় সেই বুঝে তার কষ্ট। দোয়া করি আল্লাহ পাক উনাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে।

সেই সাথে শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন স্তরের মানুষ শোক জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী আত্নীয় স্বজন রেখে গেছেন।
বিকাল ৩টায় বেলতলী ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজার পর তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
সাবেক উপজেলা চেয়ারম্যান আহামদ তায়েবুর রহমান হিরণ,বিএন পি দলীয় নেতা কর্মী,শ্যামগঞ্জ বাজার ব্যবাসায়ী সমিতি সহ সর্বস্তরের মুসলিমগণ জানাজায় অংশ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *