- হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপৃষ্ট হয় নারী নিহতের ঘটনায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে ‘অমানুষ’ বলে কটাক্ষ করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি দাবি করেছিলেন, পুলিশের অনুমতি ছাড়াই ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। যে কারণেই এই দুর্ঘটনা ঘটে। এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না দক্ষিণী অভিনেতা।
রেবন্তের অভিযোগ, পদপিষ্টের ঘটনার পরও অর্জুন প্রেক্ষাগৃহ থেকে বেরতে চাইছিলেন না। এমনকি ভক্তের মৃত্যুর খবর জানার পরও হল থেকে বের হওয়ার সময়ে হাসিমুখে ভক্তদের উদ্দেশে অভিবাদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘কী রকম মানুষ আপনি?’ অভিনেতাকে মুখ্যমন্ত্রীর তীব্র ভাষায় আক্রমণের পর রোববার বিকেলে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। কেউ অভিনেতার কুশপুতুল পুড়িয়েছে, কেউ তার বাড়িতে ইট-পাথর ছুঁড়ে মেরে হামলা চালিয়েছি।
বিষয়টি নিয়ে এদিন রাতেই মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, অভিনেতার বাড়িতে হামলার ঘটনার তীব্র বিরোধিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনও ছাড় বরদাস্ত করা হবে না। দিন কয়েক আগেই অন্তর্বর্তীকালীন জামিনে আল্লু ছাড়া পাওয়ার পর দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তারকারা যখন জুবিলি হিলসের বাড়িতে ভিড় জমিয়েছিলেন, তখন তার তীব্র নিন্দা করেছিলেন রেবন্ত রেড্ডি।
তিনি বলেছিলেন, ‘আপনাদের আল্লুকে দেখতে যাওয়ার সময় রয়েছে, কিন্তু যে ছেলেটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তার খোঁজ নেননি। সুপারস্টারদের কাছে তীব্র অনুরোধ করছি এতটা অমানুষ হবেন না আপনারা।’
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা অসংবেদনশীন হয়েও সরকারের কাছ থেকে সুবিধা নিতে পারেন, কিন্তু এমন অপ্রীতিকর ঘটনার জন্য কাউকে ছেড়ে কথা বলা হবে না। যে বা যারা সাধারণ মানুষের অসুবিধার কারণ হবেন, তাদের কাউকে রেহাই দেবে না সরকার।