মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে অবমাননার দায়ে এক পপ গায়ককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। বিতর্কিত এই পপ গায়কের নাম আমির হোসেইন মাগসুদলু ওরফে তাতালু। ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানি পত্রিকা এতেমাদের বরাতে বার্তা সংস্থা এএফপি বলেছে, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আপত্তি মেনে নিয়েছে এবং ব্লাসফেমির (ধর্ম অবমাননা) মামলায় আগে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড বাতিল করেছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরায় চালু করা হয় এবং এবার আসামিকে নবী (সা.)–এর অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তেহরানের প্রথম ফৌজদারি আদালত তাতালুকে মৃত্যুদণ্ড দেয়। তবে এ রায় এখনো চূড়ান্ত নয় এবং এটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর দেশটির বিচার বিভাগ অস্বীকার করেছে। বিচার বিভাগের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, এখনো কোনো চূড়ান্ত রায় দেওয়া হয়নি। তবে দ্য ইনডিপেনডেন্ট এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

তাতালু ইরানের আন্ডারগ্রাউন্ড সংগীতশিল্পী। এর আগে, তিনি ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ তুরস্কের ইস্তাম্বুলে ছিলেন। পরে তাকে ইরানে প্রত্যর্পণ করা হয় এবং তখন থেকেই তিনি আটক।

র্যাপ, পপ ও আরঅ্যান্ডবি মিশ্র সংগীতের জন্য পরিচিত তাতালু এর আগে ‘বেশ্যাবৃত্তি’ প্রচারের অভিযোগে ১০ বছরের সাজাপ্রাপ্ত হন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা ও ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। তবে বিতর্কিত ইমেজ থাকার পরও তিনি একসময় রক্ষণশীল ইরানি রাজনীতিকদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এমনকি ২০১৭ সালে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশন সাক্ষাৎকারেও অংশ নেন।

এ ছাড়া, তিনি ২০১৫ সালে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সমর্থন করে একটি গান প্রকাশ করেন। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর কর্মসূচিটি বাধার মুখে পড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *