জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউডের পাশাপাশি নিয়মিত কাজ করছেন টালিউডেও। আবার বলিউডেও ওঠাবসা রয়েছে তার। তবে কাজ হোক বা ব্যক্তিগত জীবন, প্রায় সময়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল জয়ার একটি ভিডিও। তাতে দেখা যায়, গাড়িতে করে নিজের পোষা কুকুরকে কোলে নিয়ে ছুটছেন জয়া। জানালেন, তিনি ও তার পোষ্য নাকি একই অসুখে ভুগছেন।

রোববার দুপুরে ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নেন জয়া আহসান। তাতে দেখা যায়, তার পোষা এক দেশি কুকুরের গায়ে শীতের পোশাক। জয়া নিজেও পরে নিয়েছেন একটি কানটুপি। বোঝা যাচ্ছে, জয়া ও তার পোষ্য উভয়ই ঠান্ডা সহ্য করতে পারছেন না।সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, ‘আমাদের মাঝে সবচেয়ে ছোট সদস্য জিমি। আমাদের একসাথেই ঠান্ডা লেগেছে, তাই ডাক্তারের কাছে যাচ্ছি।’জয়ার এই ভিডিও ছড়িয়ে পড়তেই নানা মন্তব্যে অনুরাগীরা ভরিয়ে তোলেন। বিশেষ করে প্রাণিপ্রেমিরা তাদের এই মুহূর্ত দেখে আপ্লুত হয়ে পড়েন অনেকটা। একইসঙ্গে দ্রুত সুস্থতার কামনাও করেন তারা।এদিকে এক ফেসবুক পোস্টে তার তিন পোষ্যের ছবি একটি ছবি ভাগ করে নেন জয়া। সেখানে বিদেশি কুকুরের পাশাপাশি দেখা মেলে সেই দেশি কুকুরের। অভিনেত্রী জয়া সেই দেশি কুকুরকে অ্যাডপ্ট করেছেন বলে তাকে প্রশংসায় ভরিয়ে তোলেন নেটিজেনরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *