চলতি বছরে ৩ জুন প্রথমবারের মতো বাবা হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। অভিনেতা ও তার স্ত্রী নাতাশা দলালের কোলে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। বরুণ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন সেই সুখবর। তবে খুদে সদস্যের ছবি এখনও প্রকাশ্যে আনেননি তিনি।
জানা গেছে, অভিনেতা তার মেয়ের নাম রেখেছেন লারা। এরই মধ্যে খবর, কন্যা সন্তান জন্মের পর থেকে অসম্ভব অপরাধবোধে ভুগছেন বরুণ ধাওয়ান। ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু, পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। বিয়ের তিন বছরের মাথায় সন্তানের বাবা-মা হন এই দম্পতি।
বাবা হওয়ার পর থেকে ভীষণ ব্যস্ত বরুণ। একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার হচ্ছে তার। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতার ‘সিটাডেল: হানি বানি’ সিরিজ। চলতি মাসে বড় পর্দায় মুক্তি পাবে ‘বেবি জন’।সিনেমার কাজের চাপে বরুণকে ভোর চারটায় উঠে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। একফোঁটা সময় দিতে পারছেন না মেয়েকে। এমনকি ছুঁয়ে দেখার সময়ও নাকি পাচ্ছেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়গুলো জানিয়েছেন খোদ অভিনেতা নিজেই। বরুণ বলেন, ‘আজকাল ভীষণ অপরাধবোধ ভুগছি। মেয়েকে কোলে নিয়ে ঘোরাতেও পারছি না। সারাদিন বড্ড মিস্ করি ওকে। এমনটা আগে কখনও কাউকে মিস্ করিনি যেটা মেয়ের ক্ষেত্রে হচ্ছে।’
যদিও আজকাল বাবারা সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নেন। তবে বরুণ এখনও তেমন কিছু করেননি। তবে কাজের চাপ কমলে ছুটি নেবেন কি না, নাকি মেয়ের শৈশব দেখা অধরা রয়ে যাবে বরুণের কাছে, সেটা অবশ্য পরিষ্কার করেননি তিনি।