ভারতের গুজরাট রাজ্যে টানা ভারি বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এই বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে ১৮ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়- গত রোববার থেকে শুরু হয় টানা বৃষ্টি। রাজ্যটিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের ১০৫ শতাংশ হয়েছে গত কয়েকদিনে। বিপৎসীমা পার করেছে ১৪০টি রিজার্ভার ও বাধের পানি।

অজোয়া ও প্রতাপুরা রিজার্ভের পানি ছেড়ে দেয়ায় তা পড়েছে বিশ্বমিত্রি নদীতে। তলিয়েছে আশপাশের গ্রাম ও শহরগুলো। ১০ থেকে ১২ ফুট পানির নিচে বিভিন্ন এলাকা। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর। অনেকেই আশ্রয় নিয়েছে ছাদে। আরও দু’দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। উদ্ধার ও ত্রান তৎপরতায় জরুরি বিভাগের পাশাপাশি কাজ করছে সেনা, বিমানবাহিনী ও কোস্ট গার্ড।

গতকাল বুধবার সকালেই বন্যা পরিস্থিতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *