গেল কান চলচ্চিত্র উৎসবে ‘গ্রাঁ প্রি’ সম্মান পায় পায়েল কাপাডিয়া পরিচালিত ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এবার ফের ইতিহাস গড়ল এই ছবি। ভারতীয় গণমাধ্যমের খবর, গোল্ডেন গ্লোবসে ‘নন ইংলিশ ল্যাঙ্গোয়েজ’ বিভাগে সেরা মোশন পিকচারে মনোনয়ন পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। পাশাপাশি পায়েল নিজেও মনোনয়ন পেয়েছেন সেরা পরিচালক হিসেবে।
শুধু তাই নয়, এর ফলে গড়ল এক নতুন ইতিহাস। প্রথম কোনো ভারতীয় পরিচালক এবার গোল্ডেন গ্লোবসের দৌড়েও যুক্ত হলেন। গত সোমবার মনোনয়ন ঘোষণা করেছেন মিন্ডি কালিং এবং মরিস চেস্টনাট। আগামী জানুয়ারি মাসে ঘোষণা করা হবে গোল্ডেন গ্লোবস পুরস্কার। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কানি কুশবুতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম। জানিয়ে রাখা ভালো, ফ্রান্স থেকে পায়েলের এই ছবি প্রাথমিকভাবে শর্টলিস্টেড হয়েছে আসন্ন অস্কারের জন্যও। সম্প্রতি প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’।