একের পর এক সংবাদ প্রকাশের পরেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা গ্রহন করেনি প্রশাসন কিংবা দলীয় হাইকমান্ড।
চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও খুলশী থানা যুবদলের সাবেক সভাপতি হেলাল হোসেন হেলালের ছত্রছায়ায় দিনের পর দিন বেড়েই চলেছে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও তার গ্যাংয়ের মাদক ব্যাবসা,ছিনতাই,চুরি,চাঁদাবাজি সহ নানা অপকর্ম। প্রকাশিত সংবাদকে সরেজমিনে কোনো প্রকার তদন্ত ছাড়াই ফেইক সংবাদ বলে এড়িয়ে চলছেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এলাকাবাসী রয়েছেন হতাশার চরম পর্যায়ে এই অন্যায়,অবিচার যেনো দেখার কেউ নেই প্রশাসনের কাছে গিয়েও মিলছে না এর কোনো সমাধান।
দিনের পর দিন বেড়েই চলেছে মাদকের চোরাকারবার, এ যেনো এলাকার যুব সমাজ ধ্বংসের লীলাখেলায় মেতেছেন তারা, দিনের স্বচ্ছ আলোতে চলছে সাপ্তাহিক চাঁদার বিনিময়ে দেলোয়ার গ্যাং হতে প্রটোকল পাওয়া স্বপন-লাকির মাদকের স্পষ্ট। এলাকার ব্যাবসা প্রতিষ্ঠান গুলোও রয়েছে হতাশায় মাসে চারবারের অধিক চাঁদা দিতে হয় দেলোয়ার গ্যাং কে চাঁদা না দিলে ব্যাবসা প্রতিষ্ঠান হামলা,ভাঙচুরের হুমকি দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাবসায়ী জানান, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ তাদের বিরুদ্ধে একাধিকবার থানা কিংবা দলীয় হাইকমান্ডকে অবগত করলেও মেলেনি কোনো সমাধান। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, মাসে দুএকবার দেলোয়ার নিজে আসে চাঁদার জন্য বেশীরভাগ সময় আসে তার গ্যাংয়ের লোকজন,চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রামদা,চাপাতি নিয়ে এসে হামলা করে বসে দেলোয়ারের গ্যাংয়ের লোকজন।
শহীদ লেইন এলাকায় খোঁজ নিয়ে জানা যায় তার গ্যাংয়ের বেশীরভাগ লোকজনই তার আত্নীয়-স্বজন তাদের দিয়েই এলাকার সকল অপকর্মের নিয়ন্ত্রণ করে যুবদল নেতা দেলোয়ার। কেউ কোনো প্রতিবাদ করলেই তাদের ধরে এনে টর্চার করে শহীদ লেইন স্কুল গলির মুখে দখলকৃত রেলওয়ে কোয়ার্টারে যেটি শহীদ লেইন এলাকায় ‘টর্চার সেল’ নামে পরিচিত।
অপরদিকে লাল দোকান গলিতে রেলওয়ের জায়গার উপর অবস্থিত একটি দোকান দখল করে গড়ে তুলেছে কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল যেখানে দিনভর চলে কিশোর গ্যাংয়ের আড্ডা আর সন্ধ্যা হলেই বসে মাদক আর জুয়ার আসর রয়েছে অবৈধ অস্ত্র,রামদা,চাপাতির সংরক্ষণ।
এলাকাবাসীর প্রশ্ন এই অন্যায়-অবিচার,জুলুমের শেষ কোথায়..?
৫ই আগস্টের সরকার পতনের পর থেকেই তৎপরতা বেড়েছে যুবদল নেতা দেলোয়ার ও তার গ্যাংয়ের। স্বস্তিতে নেই নিউ শহীদ লেইন ও লাল দোকান গলির মানুষজন-ব্যাবসা প্রতিষ্ঠান।