চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:শেখ রাকিব:

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা সদরের,বিভিন্ন যায়গায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে শিশু খাদ্য ও কাপড় এবং কসমেটিক্স দোকানে তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (১৮ মার্চ)মঙ্গলবার বেলা সাড়ে ১০ থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, এ সময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য রাখায় মো: বিল্লাল হোসেন এর প্রতিষ্ঠানকে বিএইচ বি এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ৪০ হাজার টাকা নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ে কারনে মো: শোয়েব মাহমুদ এর প্রতিষ্ঠান মেসার্স সৌখিন স্টোরকে ২ হাজার টাকা এবং শ্রী সুমন সাহা এর প্রতিষ্ঠান মেসার্স পায়েল কসমেটিকসকে ২ হাজার টাকা সহ সর্বমোট ৪৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
একই সাথে বিএইচ বি এন্টারপ্রাইজকে মানসম্মত শিশু খাদ্য ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, অননুমোদিত কসমেটকস বিক্রয় না, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো: রফিকুল ইসলাম, ক্যাব, সদস্য ও জেলা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *