শোবিজাঙ্গনে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস কয়েকজনকে নিজের বোন বলে সম্বোধন করেন। তাদেরই একজন নায়িকা পূজা চেরী। বিভিন্নসময় পূজাকে নিজের বোন বলে পরিচয় করিয়ে দিয়েছেন অপু। এবারও তাই করলেন।

শনিবার রাতে প্রকাশ পেয়েছে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’। যেখানে গানের তালে কোমর দুলিয়েছেন পূজা চেরী। ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা। তার এই অবতার ও নাচ বড় বোন অপু বিশ্বাসকে মুগ্ধ করেছে।

যে কারণে গানটি নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন অপু। ক্যাপশনে লিখেছেন, ‌‘আমার ছোট বোনটা এতো দারুণ নাচে!’ অপুর প্রশংসার জবাবে পূজা কৃতিত্ব দিয়েছেন বড় বোন অপু বিশ্বাসকেই। ভিডিওর মন্তব্যেঘরে তিনি লিখেছেন, ‘বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে।’ প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানটির সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।

এদিকে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে ফিরছেন পূজা। এই নির্মাতার প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা করেছিলেন পূজা। এরপর তারা ‘দহন’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।

‘ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজে পূজা চেরী ছাড়াও চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *