নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা সিনেমাপ্রেমীদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দু’জনই। প্রশংসিত হয়েছেন দর্শকমহলে। আর অনবদ্য অভিনয়গুণে দুজনই শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে।
মঙ্গলবার শাবনূর জীবনের ৪৬ বছরে পা দিলেন। ৪৬ তম জন্মদিনেও শাবনূরকে স্মরণ করছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। বিশেষ এই দিনটিতে প্রিয় সহকর্মীকে শুভেচ্ছা জানাতে ভুলেনি চিত্রনায়িকা পূর্ণিমাও।
এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টে শাবনূরের সঙ্গে তিনটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী। আপনার অবিশ্বাস্য প্রতিভা, উৎসর্জন ও অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লাখ লাখ মানুষের জন্য আনন্দ ও গর্ব নিয়ে এসেছে। সবসময় সুখী ও ঊজ্জ্বল থাকুন।’
গত বছরই স্বামী ও মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন পূর্ণিমা। তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ খবর জানতে পেরেছিলেন শাবনূর। পরে পূর্ণিমাকে খুঁজে বের করে বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর শাবনূরের বাসায় যান পূর্ণিমা এবং সেখান থেকে ফেসবুকে লাইভ করেন তারা।
এদিকে অনেকের ধারণা, ইন্ডাস্ট্রিতে নিজেদের রাজত্ব টিকিয়ে রাখার প্রতিযোগিতা থেকে দ্বন্দ্ব রয়েছে শাবনূর-পূর্ণিমার। কিন্তু এসব যে মোটেও ঠিক নয়, কেবলই গুঞ্জন―তা স্পষ্ট হয় দুই তারকার সখ্যতায়। তারা জানান, সবাই মনে করেন তাদের মধ্যে দা-কুমড়ার সম্পর্ক। কিন্তু তা মোটেও ঠিক নয়।
পূর্ণিমা বলেন, আমাদের মধ্যকার সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা হচ্ছেন অভিনয়ের প্রতিষ্ঠান। তিনি আমাদের সবার অনুপ্রেরণা। ইন্ডাস্ট্রিতে যখন প্রথম এসেছি, তখন নির্মাতারা তার উদাহরণ দিয়ে আমাদের কাছে সেভাবে কাজ চাইতেন। আর আমরা তার ধারের কাছেও ছিলাম না। শাবনূর আপাকে অনেকবার কপি করার চেষ্টা করেছি আমি, কিন্তু পারিনি। মানুষ হিসেবেও তার কোনো তুলনা নেই।