মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন- এমন খবরে অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবি।

সোমবার দুপুর ২টা থেকে ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার কেএম জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি মেহেদী হাসান।

জানা যায়, সোমবার দুপুরের দিকে জাহাঙ্গীর কবির নানক জুড়ীর ফুলতলা সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা করছেন এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফুলতলা সীমান্তের আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ওই এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল আলম লিজনের বাসায় ও সন্দেহজনক কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

তবে বিজিবির একটি সূত্রে জানা যায়, বাংলাদেশ সীমান্তের চুংগাবাড়ী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক রোহিঙ্গাকে পুশ ব্যাক করতে চাইলে বিজিবি বাধা দেয়।

এলাকাবাসীর অনেকের ধারণা, এ ঘটনা থেকে জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন- এরকম সংবাদ ছড়িয়ে পড়তে পারে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ওই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তবে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *