নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্হিতির উন্নতির জন্য,দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত আওয়ামীলীগ ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা,৩১ দফা বাস্তবায়ন সহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্রীয় ঘোষিত নেত্রকোনা জেলা বি এন পির সমাবেশ

নেত্রকোনায় অদ্য সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হাজার হাজার নেতা কর্মী নিয়ে অংশ গ্রহণ করেন নেত্রকোনা জেলা বি এন পির সম্মানিত সদস্য,সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ হল শাখা,জাতীয়তা বাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়,
কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ১৬১নেত্রকোনা,পূর্বধলা- ৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার পূর্বধলার মাটি ও মানুষের ডাইনামিক নেতা এ, এস, এম শহীদুল্লাহ ইমরান।

“নিউজ টিভি ৬৪” এর স্টাফ রিপোর্টার মোঃ আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে শহীদুল্লাহ ইমরান বলেন,কেন্দ্রীয় ঘোষিত নেত্রকোনার মত সারা দেশেই বি এন পির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
স্বেরাচার সরকারের পতনের ফলে
আমরা যেমন বি এন পির কর্মসূচি পালন করতে পারতেছি স্বতঃস্ফূর্তভাবে তেমনি দেশের জনগণও স্বেরাচারের হাত থেকে রক্ষা পেয়েছে।

তিনি বলেন,শেখের বেটি পালায়,দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালায় না,১৭ বছর আমাদের নেত্রীকে তার জনপ্রিয়তাই ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে মামলা দিয়ে গৃহবন্ধী করে রেখেছিল। দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেয় নি। তারেক রহমানের নির্দেশে আমরা বি এন পি দল ঐক্যদ্ধ ছিলাম আছি আর থাকবো।
তিনি আর ও বলেন,এদেশের মানুষ নির্বাচন মুখী,বিগত সময়ে আওয়ামীলীগের সময় কোন সুষ্ঠু নির্বাচন হয় নি। তাই এদেশের মানুষ দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচন চায়।জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল জনগণের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *