বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বয়স যে আশির ঘরে, তা এখনও বোঝা দায়। বার্ধ্যক্যের প্রতিবন্ধকতা যেন এক তুড়িতেই সরিয়ে দিতে পারেন তিনি। তারই প্রমাণ দিতে চলেছেন শিগগিরই। সদ্যই একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। জানা গেছে, সেই নাটকটির নাম ‘প্রেম দিওয়ানা দাদী’। পারিবারিক সম্প্রীতির বার্তা দেওয়াই উদ্দেশ্য হবে নাটকটির।

‘প্রেম দিওয়ানা দাদি’ নাটকের কাজ অনেক আগেই নাকি শেষ হয়েছিল। ফারুক আহমেদের রানার রচনায় নাটকটি নির্মাণ করেছেন কামরুজ্জামান পুতুল। নাটকের আরও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবদুন নূর সজল ও অভিনেত্রী জারা জয়া। এ প্রসঙ্গে দিলারা জামান গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন আগে এ নাটকে অভিনয় করেছি। বয়সের কারণে গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে, এটি কমেডি ঘরানার গল্পে নির্মিত হয়েছে নাটকটি। নির্মাতাও যত্ন নিয়ে কাজটি করেছিলেন।’ শোনা যাচ্ছে, নাটকটি খুব শীঘ্রই ইউটিউবের কোনো একটি চ্যানেলে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, দিলারা জামান এরই মধ্যে এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমার কাজ শেষ করেছেন। এছাড়াও জাকারিয়া শৌখিনের পরিচালনায় নাটকের কাজও শেষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *