আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর পরিচালিত ছবি বার্ডম্যান জিতে নিয়েছিল একাধিক অস্কার। সেই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার ঢুকেছিল তার ঝুলিতে। এরপর একই পরিচালকের এপিক ওয়েস্টার্ন ‘দ্য রেভেন্যান্ট’-এ অভিনয়ের জন্য ৮৮তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলে নিয়েছিলেন লিওনার্দো দি ক্যাপ্রিও।
হলিউডের এই অস্কারজয়ী পরিচালক নাকি এবার তার পরের ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন জনপ্রিয় বলি-পরিচালক তথা অভিনেতা অনুরাগ কাশ্যপকে! এমন দাবি করলেন মহারাজা ছবির পরিচালক নিথিলিয়ান স্বামীনাথন। চেন্নাইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন তিনি। তার সেই মন্তব্যের ভিডিও এখন তুমুল ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যাচ্ছে নিখিল বলছেন, অনুরাগ স্যারের একজন বিরাট ভক্ত আমি। সম্প্রতি মুম্বাইয়ে হাজির হয়েছিলাম তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে। সেখানে উনি-ই আমাকে জানালেন, ‘মহারাজা’ দেখেছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। তারপরেই নাকি অনুরাগকে নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। যখন এ কথাটা শুনেছিলাম সেইমুহূর্তে বুঝতে পারিনি কী প্রতিক্রিয়া দেব! তবে এতটুকু বলতে পারি, প্রচণ্ড খুশি হয়েছিলাম যেহেতু অনুরাগ স্যারকে ভালোবাসি।’
যদিও জানিয়ে রাখা ভালো, এখনও পর্যন্ত অনুরাগ কাশ্যপের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর তরফ থেকেও আসেনি কোনও বিবৃতি।
অস্কারজয়ী পরিচালকের পরের ছবির নায়ক টম ক্রুজ। গত বছরেই ঘোষণা হয়েছিল এই ছবির কথা। ২০২৬-এ প্রেক্ষাগৃহে আসার কথা টম ক্রুজের এই নতুন ছবি। তাহলে কি সেই ছবিতেই টমের সঙ্গে অভিনয়ের জন্য অনুরাগকে ভেবেছেন ‘দ্য রেভেন্যান্ট’-এর পরিচালক? সেটা হয়তো কিছুদিনের মধ্যেই স্পষ্ট হবে।