বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাবুর স্বপন কুমার সরকারের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব দ্বীন আলী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব দ্বীন আলী বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী ঔষধ বিক্রি করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। তার জন্য খুবই দ্রুত নীতিমালা বাস্তবায়ন করা হবে।
সেই সাথে তিনি আরও বলেন বিগত আহবায়ক কমিটি পিকনিকের নামে ২১ লক্ষ টাকা, নৃত্য শিল্পী নামে ভাউচার করে ৭০০০০ টাকা, এভাবে বিভিন্ন সময় ভুয়া ভাউচারে প্রায় ৪২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তাদেরকে এই টাকার হিসাব দিতে হবে। প্রয়োজনে তাদের যেখানে পাওয়া হবে সেখানে ধরে আত্মসাৎকৃত টাকার হিসাব বুজে নেওয়া হবে বলে জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যরা শুধু ব্যবসা নয়, মানুষের সেবাও করছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ান।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার প্রস্তাবিত কার্যকরী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম সহ সকল উপজেলা কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক বৃন্দ।

শ্যামনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি জেলা কমিটির সদস্য দবিরের নেতৃত্বে ১৫/২০ জন সদস্য সভা থেকে বিদ্রোহ করে বেরিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *