দারুণ অভিজ্ঞতা হতে পারত। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন। খেলার কথা ছিল হোবার্ট হারিকেন্সে। তবে বাধ সাধল বিপিএল। ফরচুন বরিশালের চাওয়া মেনে নিয়ে তার আর অস্ট্রেলিয়া যাওয়া হয়নি।

রিশাদের ফাঁকা জায়গাটা হোবার্ট পূরণ করেছে আফগান বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দিয়ে। আর রিশাদ এদিকে খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

যদিও বিপিএলে সুযোগটা পেয়েছেন তিনি সম্প্রতি। সিলেট পর্বে বরিশালের দুই ম্যাচে খেলেছেন তিনি। সবশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে ১৫ রান খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট। দলের জয়ে রেখেছেন বড় অবদান।

এমন ছন্দটা অস্ট্রেলিয়ার মাটিতে দেখাতে পারলে বাইরের আরও অনেক লিগের নজরেও চলে আসা যেত। তবে সেসব নিয়ে কি আক্ষেপ রিশাদের আছে? এমন প্রশ্ন মঙ্গলবার রাতে ধেয়ে গিয়েছিল তার কাছে। জবাবে তিনি বলেন, ‘আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে এখন বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার হবে ইনশাআল্লাহ।’

বরিশালের শুরুর দুই ম্যাচে একাদশ থেকে ব্রাত্য হয়ে পড়েছিলেন তিনি। তখনও কি আক্ষেপ হয়নি? রিশাদের জবাব, ‘টিম কম্বিনেশনের কারণেই বাইরে ছিলাম। আমার এতটা অস্বস্তি লাগেনি। দলের জন্য যা দরকার তাই হবে। ক্যাপ্টেন-কোচ তেমন কিছু বলেনি। শুধু বলেছে টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম।’

দল চাইলে আরও অনেক ম্যাচে একাদশের বাইরে থাকতে হতে পারে। সে বাস্তবতাটা নিয়ে ভাবছেন না রিশাদ। বললেন, ‘এত কিছু তো চিন্তা করি না। প্রতিদিন খেলার প্রস্তুতি থাকে। টিম কম্বিনেশনের জন্য না খেললে এটা তো আমার হাতে নেই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *