খাদান সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে ঝড় তুলেছেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। বিচ্ছেদ জল্পনার মাঝেই এবার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় স্ক্রিন শেয়ার করবেন যীশু সেনগুপ্ত-শ্রাবন্তী চ্যাটার্জী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদ জল্পনার মাঝে শ্রাবন্তী আর যীশুকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। তাই নতুন এ জুটিকে দেখার সুযোগ পাবেন দর্শকরা। এ ছবিতে দেবও অভিনয় করতে পারেন। এ তারকা জুটিকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে বলে ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে যীশু বা শ্রাবন্তী কেউ কোনো ঘোষণা দেয়নি।
প্রসঙ্গত, গত বছর সিসিএলের প্রায় সব ম্যাচেই যীশুকে সঙ্গ দিয়েছিল তার পরিবার, বিশেষ করে স্ত্রী নীলাঞ্জনা শর্মা। তবে বছরের মাঝামাঝি থেকে শুরু হয় ডিভোর্স চর্চা। অভিনেতা নাকি নিজের ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তাই আলাদা হয়েছেন পরিবারের থেকে। বিগত অনেক মাস থেকে নীলাঞ্জনা বা দুই মেয়ে সারা-জারার পাশে দেখা যায়নি অভিনেতাকে।