শেখ রাকিব: ঝিনাইদহ জেলার সদর উপজেলার আসান নগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সাইফ হাসান (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোঃ সাইফ হাসান আসান নগর গ্রামের বাসিন্দা বশির উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় সাইফ হাসান নিজ বাড়ির গোয়াল ঘরে যান বৈদ্যুতিক মাল্টিপ্লাগ আনতে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফ হাসানের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনরা এ আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না। স্থানীয় বাসিন্দারা জানান, সাইফ হাসান ছিলেন পরিবারের একমাত্র ছেলে এবং তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী, যেন ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।