বলিউডে পা রাখার পর তারকা সন্তান তকমা থাকায় অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। কখনও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন অভিনয় দক্ষতা নিয়ে। তবে ক্রমশ বি-টাউনে নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজের জায়গা শক্ত করছেন তিনি। অযাচিত কটাক্ষ হোক বা নিজের সফর, সব কিছু নিয়েই খোলামেলা কথা বলেন অভিনেত্রী। এবার নিজের প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অনন্যা। অভিনেত্রী জানান, সেই সময় তার পরিবারে ঋতুস্রাব নিয়ে তেমন খোলাখুলি কথা হত না। স্কুলের বন্ধুরাও ঋতুস্রাবের কথা গোপন রাখত।

অভিনেত্রীর কথায়, ‘সে দিন স্কুলে থাকাকালীনই আমার প্রথম ঋতুস্রাব হয়েছিল। আমি বুঝতে পারিনি প্রথমটায়, আমার সঙ্গে ঠিক কী হচ্ছে। কারণ এই নিয়ে আমাকে কেউ কোনও দিন কিছুই বোঝায় নি।’ বাড়ি ফেরার পরে খুব ভয় করছিল আমার। মনে হয়েছিল, আমার সঙ্গে খারাপ কিছু ঘটে গিয়েছে অথবা আমিই নিজেকে কোনও ভাবে আঘাত করে ফেলেছি। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, কী হচ্ছে আমার সঙ্গে।’ বাড়ি ফেরার পরে মা ও দিদা অনন্যার সঙ্গে কথা বলেন। অভিনেত্রী বলেন, ‘আমার মা ও দিদা আমার সঙ্গে কথা বললেন। সে সময় তারা আমাকে অনেক উপহার দিয়েছিলেন।’

অনন্যা জানান, প্রত্যেক পরিবারেই মেয়েদের একটা নির্দিষ্ট বয়সে এই ঋতুস্রাবের বিষয়ে বুঝিয়ে দেওয়া উচিত। ঋতুস্রাব নিয়ে যত রকমের ভুল বিষয়ে রয়েছে সেগুলো দূর করা উচিত। এদিবে অনন্যাকে শেষ দেখা গিয়েছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ ও ‘কন্ট্রোল’ ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *