মাদারীপুরের সদর উপজেলার ঝিকরহাটি অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এনামুল দর্জিকে (৪২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এরপর তার দেওয়া তথ্যে দেওয়া কয়েকটি স্থান থেকে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এই অভিযান চালিছে মাদারীপুর ডিবি পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে প্রেস রিলিজ দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ওসি কে এম রাকিবুল হুদা।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২০ জানুয়ারী গোপন সংবাদের মাধম্যে জানতে পারে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। এমন খবর পেয়ে জেলার গোয়েন্দা শাখার একটি টিম অভিযান পরিচালনা করলে সেখান থেকে এনামুল দর্জী নামক এক মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে তার কাছ থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে যার আনুমানিক বাজার মুল্য দুই লক্ষ্য পঁচাত্তর হাজার টাকা। এনামুল দর্জী সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের ইব্রাহীম দর্জীর ছেলে।
গ্রেফতারকৃত এনামুলের নামে হত্যা, বিস্ফোরক এবং ছিনতাইসহ ৯টি মামলা রয়েছে।
মাদারীপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রফিকুল হুদা বলেন, গোয়েন্দা শাখার নিয়মিত অভিযান পরিচালনা কালে এনামুলকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।