ঘরোয়া ফুটবলে আজ বিশেষ এক দিন। মৌসুম শুরুর শুরুতে গত মৌসুমের দুই সেরা দলের ট্রফির লড়াই। ইউরোপের আদলে বাংলাদেশের ফুটবলে এই ম্যাচের নাম দেয়া হয়েছে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ। কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে আজ বিকেল পাঁচটায়। জুলাই-আগস্ট বিপ্লবে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছেন। তাদের স্মরণ ও শ্রদ্ধার্থে বাংলাদেশ ২.০ নামকরণ হয়েছে পাশাপাশি ম্যাচ ভেন্যু কিংস অ্যারেনায় শহীদ সাঈদ-মুগ্ধর গ্রাফিতি আঁকা হয়েছে। তাছাড়া ট্রফি জয়ী দল পুরস্কারের অর্থ জুলাই ফাউন্ডেশনে প্রদান করবে৷

জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ মোহামেডানের কোচ। গত মৌসুমে মোহামেডান লিগ ও দুুই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে। তিনটি প্রতিযোগিতাতেই কিংসের কাছে হেরেছে। আজ কিংসকে হারিয়ে নতুন মৌসুম শুরু করতে চায় মোহামেডান, ‘এই আসরে আমরা প্রথমবার খেলতে যাচ্ছি। ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি এই ম্যাচটা খেলার জন্য। দলে কোন চোট সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা জয়ের জন্য মাঠে নামবো।’ এক ম্যাচই ফাইনাল। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে। এরপরও অমীমাংসিত থাকলে মীমাংসা হবে টাইব্রেকারে। মোহামেডানের কোচ যেভাবেই হোক শিরোপা জিততে চান, ‘আগের বসুন্ধরা কিংস ও এই বসুন্ধরা কিংস একই মানের দল। অস্কার ব্রুজন ভালো করছিলেন, বর্তমান কোচও ভালো। বসুন্ধরা কিংস বাংলাদেশের সেরা দল। মোহামেডানের কোচ কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, খেলোয়াড়রাই গুরুত্বপূর্ণ। মোহামেডান ঐতিহ্যবাহী ক্লাব। আমরা তিনটি টুর্নামেন্টে শিরোপার জন্য লড়বো।’

বসুন্ধরা এই কিংস অ্যারেনায় শুধুমাত্র মোহামেডানের কাছেই হেরেছে। তাই সাদা কালো ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু আত্নবিশ্বাসী, ‘চ্যালেঞ্জ কাপটা আমাদের কাছে নতুন। আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আশা করি, আমরা জিততে পারবো। মোহামেডান ঐতিহ্যবাহী ক্লাব, আমাদের প্রস্তুতিও আছে শতভাগ। কোচও বলছেন আমাদের কোন চোট নেই। আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো।’ ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু না হলেও বসুন্ধরা কিংস আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে। কিংসের রোমানিয়ান কোচ তিতা এখনও এএফসি চ্যালেঞ্জ লিগের দুঃস্বপ্ন থেকে বের হতে পারেননি। তাই তিনি মোহামেডানকে হারিয়ে আগের দুঃসহ স্মৃতি ভুলতে চান, ‘কাল আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। কেননা ভুটানে খারাপ ফল করেছি। এটা কখনও আমার ক্যারিয়ারে হয়নি। কখনও হবে না। কাল ভালো ম্যাচ হতে যাচ্ছে। শুধু দলের জন্য নয়, আমার জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *