শ্যামগঞ্জ প্রেসক্লাব ময়মনসিংহের উদ্যোগে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণিল শোভাযাত্রা, কেককাটা ও আলোচনার মধ্য দিয়ে

শ্যামগঞ্জ গরুর হাট বাজারের পূর্ব পাশে শ্যামগঞ্জ প্রেসক্লাব অফিসে সন্ধ্যা ছয় ঘটিকায় অনুষ্ঠিত হয়। পাশা পাশি দুপুর এক ঘটিকার সময়ে ডাক বাংলোতেও উদযাপিত হয়েছিল।

অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদ ও জুলাই বিপ্লব শহিদদের স্মরণ এবং গণতন্ত্রের মুক্তি ও স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে যাঁরা আত্মউৎসর্গ করেছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় শ্যামগঞ্জের প্রয়াত সাংবাদিক সৈয়দ সিদরাতুল মুনতাহার ও এস আই গৌতম রায় সহ প্রমুখকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বি এন পির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ও ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহীদ ফকির।
তিনি শ্যামগঞ্জ প্রেসক্লাবের উত্তোর উত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সুষ্ঠু দ্বারার সাংবাদিকতা করার জন্য বলেন।

তিনি বলেন,আশা করি শ্যামগঞ্জ প্রেসক্লাবের কলম সৈনিকরা তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তবতা তুলে ধরবে। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ,শ্যামগঞ্জে শ্যামগঞ্জ প্রেসক্লাবের আত্ন প্রকাশ ঘটায় আমরা আনন্দিত ও খুশি শ্যামগঞ্জে এধরনের প্রতিষ্ঠান বহু আগে গড়ে উঠা দরকার ছিল,তোমরা করেছো তোমাদের ধন্যবাদ তোমরা এগিয়ে যাও তোমাদের ভাল কাজের পাশে
আমরা আছি বলে মতামত দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃআল ইমরান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান শান্ত । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বি এনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সোহেল,পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান ডানো, বি এন পি নেতা মোঃ গোলাম মোস্তফা বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আলম সহ প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন শ্যামগঞ্জ প্রসক্লাবের সহসভাপতি মোঃ আবদুর রউফ দুদু,সহসভাপতি মোঃ জানে আলম জনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন মামুন,কোষাধ্যক্ষ মোঃ জুবায়ের আহমেদ।
এছাড়া ও অনুষ্ঠানে শ্যামগঞ্জের বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিল।

উল্লেখ্য ১ জানুয়ারী ২০২৪ ইং এর প্রথম প্রহরে শ্যামগঞ্জ প্রেসক্লাবের ১১ সদস্য কমিটির ভোরের ডাকের গৌরীপুরের প্রতিনিধি মোঃ আল ইমরানকে সভাপতি ও একুশে নিউজের ময়মনসিংহ প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *