পরিচালক নিখিল আডবানি ‘সালাম-ই-ইশক’ ছবিতে একঝাঁক অভিনেতার সঙ্গে কাজ করেছিলেন। যেখানে অভিনয় করেছিলেন- সালমান খান, গোবিন্দা, অনিল কাপুর, জুহি চাওলা, প্রিয়াঙ্কা চোপড়া ও বিদ্যা বালানের মত তারকারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল তার সেই ছবির গানের শুটিংয়ে একসঙ্গে এত তারকাদের সামনে নিজের সেরাটা দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন। পরিচালক জানিয়েছেন সে সময় সকালে শ্যুটিংয়ে আসার প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলেন সালমান।

সাক্ষাৎকারে নিখিল জানান, তারা সালমানকে সারা রাত জাগিয়ে রেখেছিলাম কারণ সালমান বলেছিলেন ‘ভোর ৫টায় আসতে পারব না। শ্যুটিং করতে হলে এখনই করুন, আমি সকাল ১০টায় গিয়ে সোজা ঘুমিয়ে যাবো।’ তাই সালমানের জন্য জেগে থাকতে হয়েছিল পুরো টিমকে। শুটিং শেষ হওয়ার পরই সোজা গিয়ে ঘুমিয়ে পড়েন সালমান। নিখিল বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেতাদের কাস্টিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তাই আমি বা আপনারা (মুকেশ ছাবরার উদ্দেশ্যে)ও জানেন যে সেখানে ভুলভাল লোক ঢোকার কোনও প্রশ্নই নেই। যেমন ডি-ডে-তে কাস্টিং ডিরেক্টরদের বেছে নেওয়া চন্দন রায় সান্যাল অসাধারণ ছিলেন।’প্রসঙ্গত, নিখিল আডবানির শেষ পরিচালিত ছবি ছিল ‘বেদা’, যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম ও শর্বরী । নিখিল ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ নামে একটি মহাকাব্যিক রাজনৈতিক থ্রিলার টিভি সিরিজও তৈরি করেছিলেন যা ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময়কালীন প্রেক্ষাপটের উপর তৈরি। সেই সিরিজে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভূমিকায় অভিনয় করেছিলেন সিদ্ধান্ত গুপ্ত।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *