এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসব শুরু হয়। তারই ধারাবাহিকতায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ২০২৫ ও তারুণ্য মেলা উদযাপিত হয়। এ উৎসব উপলক্ষে কুইজ, রচনা, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। উক্ত স্কুলের প্রধান শিক্ষক মো: আশরাফুর রহমান- সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ অনুষ্ঠানের নেতৃত্ব প্রদান করেন ও পর্যবেক্ষণ করেন। ১৪ই জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু এ অনুষ্ঠান শেষ হয় ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার । তিনদিন ব্যাপি চলা এ অনুষ্ঠানে ১২ টির মত স্টলে বাহারী রকমের সুস্বাদু পিঠার স্থান পেয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।