সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার দায়িত্বশীল শিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা অফিসে দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। সদর উপজেলার আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, মাওলানা ওসমান গনী, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, সদর উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, মুহাদ্দিস আলাউদ্দীন, প্রফেসার শহিদুর রহমান, মাওলানা মাহফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক মাওলানা আনিছুর রহমান সহ সদর উপজেলার ১৪ইউনিয়নের আমীর সেক্রেটারি ও ওয়ার্ড সভাপতিবৃন্দ।
জেলা আমীর বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন সৎ লোকের শাষন চাই সে লক্ষ্যে আমাদের এই সুবিশাল কর্মীবাহিনীকে কাজ করতে হবে সমাজের প্রতিটি ক্ষেত্রে সৎ ও যোগ্য লোক তৈরি করতে হবে সর্বাস্থায় সংগঠনের প্রতি আনুগত্য থাকতে হবে সংগঠন যেই সিদ্ধান্ত দেওয়া হোক না কেন আমাদের মেনে নিতে হবে ও সংগঠন কে মজবুত এবং লক্ষ্য অটুট থাকতে হবে। জনশক্তির মানোন্নয়নের ব্যাপারে দায়িত্বশীল যথাযথ ভুমিকা রাখতে হবে যে কর্মী আছে তাকে এগিয়ে আসতে হবে রোকন হতে হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাংগঠনিক রিপোর্ট তৈরি সংগঠন টিকিয়ে রাখতে হলে রিপোর্টিং এর কোন বিকল্প নেই।আগামী জাতীয় নির্বাচন ইসলাম প্রিয় তথা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সীশা ঢালা প্রাচীরের ন্যায় কাজ করতে হবে কোন অপশক্তির জন্য আমাদের এই অর্জনকে চিনে নিতে না পারে সকলকে সজাগ থাকতে হবে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।