সাতক্ষীরা আদালতপাড়ায় জেলা প্রশাসক কার্যালয়ের সকল বিচারিক আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতি সাতক্ষীরা।
বুধবার ১৫ জানুয়ারী ২ টার সময় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নং ভবনের নিচতলায় এক সাধারণ সভায় এই আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতি।
সুত্র মতে জানা গেছে দ্বির্ঘদিন যাবৎ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্দিষ্ট ব্লু সীট ব্যাবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন জেলা প্রশাসক কার্যালয়ের বিচারিক আদালত সমূহ। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিজ্ঞ সিনিয়র আইনজীবী, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন। সূ- দ্বীর্ঘ বৈঠকে সাতক্ষীরা জেলা প্রশাসক তিনি আইনজীবী সমিতির ব্লু সীট ব্যাবহারের বিষয়ে কোন সিদ্ধান্ত না দেওয়া ও তিনি তার সিদ্ধান্তে অটল থাকার কারনেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সাতক্ষীরা আইনজীবী সমিতি।