সাতক্ষীরার দেবহাটা উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নের কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, ২৪ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ টায়, বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির পক্ষে থেকে আব্দুল রউফ গাজী।উক্ত অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মেদ আলী। প্রধান অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল সানা, সাবেক ইউপি সদস্য ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, বিএনপি নেতা আবু তৈয়ব খান, সাবেক থানা যুবদলের সহ সভাপতি শেখ তরিকুল ইসলাম, উপজেলা মসস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, আব্দুল গফফার সানা, আফছার আলী, ইদ্রিস আলী, আবুল হোসেন, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্ট্রি, মোহাম্মদ আলী, আব্দুল আজিজ, মফিজ, শফিকুল ইসলাম, কপোত শেখ, মতিন সানাসহ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেবহাটা উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন, ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে ও দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব কর্তৃক অনুমোদিত ও দেবহাটা উপজেলা বিএনপির বিতর্কিত কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়নের ওয়ার্ডে বিএনপির এবটি কমিটি গঠন করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ঘরোনার লোকজন নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়েছে। যারা বিগত ১৭ বছর আওয়ামীলীগের দালালি করে বিএনপির নেতাকর্মীদের প্রতি জুলুম নির্যাতনে সহযোগীতা করেছে, তাদের নিয়ে দেবহাটা উপজেলায় বিএনপিকে নিশ্চিহ্ন করতে, সদস্য সচিব ঐ বিতর্কিত কমিটি গঠন করেছে। উক্ত বিতর্কিত কমিটিকে দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অবাঞ্চিত ঘোষণা করছে। বক্তারা আর ও বলেন, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দের প্রতি উদ্বাত্ত আহ্বান জানাচ্ছি। এছাড়া দল ধ্বংসের ষড়যন্ত্রের অপরাধে দেবহাটা উপজেলা বিএনপির বিতর্কিত সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। বক্তারা এবিষয়ে বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরার প্রিয় মানুষ সকলের প্রিয় ডাঃ শহিদুল আলম ও সাতক্ষীরা ৩ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।