সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ২ মণ হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা থেকে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযানে জানতে পেরে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।