আগামী মাস অর্থাৎ জুনের ১ তারিখ শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বিরাট কোহলির বিশ্বরেকর্ড ভেঙে ফেলতে পারেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। রোহিত শর্মা এবং কোহলিকে টপকে এক নম্বর পৌঁছাতে পাকিস্তান তারকার দরকার মোটে ২১৫ রান।

কোন জায়গায় এক নম্বর? আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দুই ভারতীয় তারকাকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান সংগ্রহকারীতে পরিণত হতে পারেন বাবর আজম।

এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রানের মালিক হলেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। বাবর আজম আছেন তৃতীয় স্থানে। তবে রোহিত ও কোহলির থেকে খুব বেশি পিছিয়ে নেই পাকিস্তান অধিনায়ক।

বিরাট কোহলির রান ৪০৩৭, রোহিতের ৩৯৭৪ আর বাবরের ৩৮২৩। কোহলির থেকে ২১৪ আর রোহিতের থেকে ১৫১ রান পিছিয়ে বাবর।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি ও ইংল্যান্ডের বিপক্ষে ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বাবর আজম। ফলে কোহলি ও রোহিতকে পেছনে ফেলে এক নম্বরে যেতে বাবর পাচ্ছেন ৭টি ম্যাচ। ৭ ম্যাচে ২১৫ রান, বাবরের মতো ব্যাটারের জন্য খুব কঠিন কিছু নয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *