যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন। স্থানীয় সময় শনিবার ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মেমফিস পুলিশ বিভাগ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া আহত ৬ জনের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দক্ষিণাঞ্চলীয় টেনেসি অঙ্গরাজ্যের অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে একটি ব্লক পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই পার্টির জন্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। হামলার সময় ওই পার্টিতে প্রায় ২০০ থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন।
এর আগে গত মাসের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার কিং সিটি এলাকার একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং আরও তিনজন আহত হয়।
কিং সিটি পুলিশ ডিপার্টমেন্ট সে সময় জানায়, কিং সিটির উত্তর ২ নম্বর সড়কের পাশের একটি বাড়ির বাইরে পার্টি চলাকালীন হঠাৎ করেই তিনজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে পার্টিতে অংশ নেওয়া লোকজনের উপর গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সেখানে এখন বন্দুক হামলার ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতি মাসেই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুক হামলার খবর পাওয়া যায়।